জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭ঃ৪৫ মিনিটি ইন্তেকাল করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান 

হুসেইন মুহম্মদ এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭ঃ৪৫ মিনিটি  ইন্তেকাল করেন।    চলে গেলেন না ফেরার দেশে, সাবেক রাষ্ট নায়ক হুসেন মোহাম্মাদ এরশাদ,মহান আল্লাহ্‌ যেন তাকে বেহেশত নসিব  করেন,উনি ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম করেছিলেন। 


উনি শুক্রবারকে ছুটির দিন ঘোষণা করেছিলেন। 


উনি মসজিদ মাদ্রাসার বিল মওকুফ করেছিলেন।


উনি টিভিতে আজান প্রচারের নিয়ম করেছিলেন।


উনি উপজেলা পদ্ধতি চালু করেছিলেন। 


উনি গুচ্ছগ্রামের প্রবর্তন করেছিলেন।


উনি দেশ মাতৃকার একজন গর্বিত সাবেক সেনাপ্রধান।


উনি এদেশের নয় বছরের সাবেক সফল প্রেসিডেন্ট।


উনার নয় বছরের শাসনামল এদেশের উন্নয়নের স্বর্ণযুগ ছিল।


উনার শাসনামলে দূর্নীতি, ধর্ষণ, খুন, রাহজানি, প্রকাশ্যে কোপাকুপি, এগুলো দুরহ ছিল।


উনার আমলেই মানুষ শান্তিতে নিরাপদ জীবন যাপন করেছিল।


উনিই বলেছিলেন, ' ৬৮ হাজার গ্রাম বাচলে বাংলাদেশ বাচবে '।


উনি হলেন পল্লিবন্ধু আলহাজ্জ্ব হুসেইন মুহম্মদ এরশাদ।


জীবনের শেষ প্রান্তে এসে উনি আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষনে সিএমএইচ হসপিটালের আইসিইউতে আছেন। আল্লাহ না করুক হয়তোবা উনি আমাদের মাঝে বেশিদিন থাকবেননা কিন্তু এই দেশের জন্য উনার অবদানগুলো থেকে যাবে ৬৮ হাজার গ্রাম বাংলার প্রতিটি প্রান্তরে। 


আপনি হয়তো উনার দল করেননা, উনাকে ব্যক্তিগত ভাবে পছন্দ করেননা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু উনার অবদান গুলোকে অস্বীকার করতে পারবেননা, উনাকে অসম্মান করার কোন অধিকার আপনার নাই। আজ মৃত্যু পথযাত্রী এই মানুষটাকে বেচে থাকা অবস্থায় আপনি উনার মৃত্যুর খবর ভাইরাল করতেছেন, আপনি কি মানুষ...? একজন সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে উনার প্রতি নুন্যতম সম্মান দেখানোর মানসিকতা আপনার নেই..? আপনি আপনার বাবাকে সম্মান করেননা..? আপনার বাবা-মায়ের মৃত্যুর গুজব ভাইরাল করতে পারেননা..?


ভাল থাকুন প্রিয় পল্লিবন্ধু। দোয়া করি আল্লাহ যেন আপনাকে আবারো সুস্থ করে আপনার প্রাণের ৬৮ হাজার গ্রাম বাংলার বুকে ফিরিয়ে দেয়।

1 comment:

Powered by Blogger.