আজ মিরপুর ৭ নাম্বার বস্তিতে আগুন !! আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 15 টি ইউনিট !!

মিরপুর 7 নাম্বার বস্তিতে আগুনের ঘটনা ঘটছে !! আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 15 টি ইউনিট !! 


রূপনগর থানার পেছনের বস্তিতে আগুন ঘটনা ঘটেছে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট আগুনের সূত্রপাত ঘটে !!  তবে এই অগ্নিকাণ্ডে আহত ও নিহত সম্পর্কে এখনো জানা যায়নি !! আর  এই অগ্নিকাণ্ড সম্পর্কে এখনো কোনো কিছু জানা যায়নি !!  

এই সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিছু বলেননি !!  এদিকে ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেছেন আমরা এখনো কিছু জানতে পারিনি যান আর সাথে সাথে আপনাদের কে জানিয়ে দেব !! আর তিনি বলেছেন আগুন লাগছে সন্ধ্যা 7 টা 30 মিনিটে !! আগুন লাগার সূত্রপাত ঘটে !! আর তিনি এটাও বলেন আগুনের অনেক তাপমাত্রা তাই আমরা কাছ থেকে পানি দিতে পারতেছিনা তাপমাত্রা বেশি !! আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি এই বলে তিনি চলে গেলেন !! 

আর আমরা দেখলাম আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের 12 ইউনিট ঘটনাস্থলে আসেন তারপরে আগুনের ভয়াবহতা দেখে আরো 3 ইউনিট পাঠানো হয় !! 

আর সর্বশেষ খবর হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আসলে জানা যাবে কিভাবে আগুন লাগছে !! 



সবাইকে ধন্যবাদ


1 comment:

Powered by Blogger.