ভোলা বোরহানউদ্দিনে পুলিশের ও মুসলিম জনতার সাথে সংঘর্ষে নিহত সংখ্যা ১৮ জন দাঁড়িয়েছে |


ভোলা বোরহানউদ্দিনে মুসলিম জনতা সাথে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ জনে |


ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মুসলিম জনতার সমাবেশে পুলিশি হামলার ঘটনা ঘটেছে নিহত সংখ্যা ১৮ জন দাঁড়িয়েছে | এই সংঘর্ষ তে ১৮ জন নিহত হয়েছে আহত হয়েছে আরো অন্তত ১৫০ জন মুসলিম তার পাশাপাশি পুলিশের আহতর সংখ্যা ৭ জন দাঁড়িয়েছে |

স্থানীয় লোকদের থেকে জানা যাচ্ছে যে একজন হিন্দু ছেলে | ফেসবুকে মহানবী (সঃ)  এর উপর খারাপ মন্তব্য ও নবী অবমাননা আল্লাহকে নিয়ে খারাপ কথা বলার কারী কে ফাঁসি চাই | সেেই পরিপ্রেক্ষিতেই বোরহানউদ্দিন উপজেলায় বোরহানউদ্দিন উপজেলায় মুসলিম সংগঠন সমাবেশ ডেকেছে |

সেই সমাবেশে করতে গিয়ে গিয়ে করতে গিয়ে গিয়ে মুসলিমরা অনেক বাধার সম্মুখীন হন | পুলিশ বলেছেন সমাবেশ করতে পারবে না | আপনারা বোরহানউদ্দিন হাই স্কুল মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা ছিল ১১ টায় | পুলিশের বাধার কারণে সেই সমাবেশ শুরু হয়েছিল ১০ টায় সমাবেশ হয়েছিল | শেষ হওয়ার সময় মুসলিম জনতা | পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে ইট -পাটকেল ছুড়ে | পুলিশ তার পরিপ্রেক্ষিতে পুলিশও পাল্টা একশন নেন |

শুরু হয়ে যায় মুসলিম জনতা সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা |স্থলে পুলিশের ফাঁকা গুলি করে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে | ঘটনাস্থলে পুলিশের গুলিতে ৩ জন নিহত হন | সে তিনজনের নাম হল | ইসমাই, এবং শফিক, এবং মোশারফ | এই তিনজন নিহত হন ঘটনাস্থলে |

পুলিশের গুলিতে আরো আহত হন ৩০ জন মুসলিম জনতা | আরো জানা যায় যে পুলিশের ৭ জন আহত হন | তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিএমএসে পাঠানো হয় তাদের একজনের মাথা ফেটে গেছে | আরো জানা যায় যে আর একজনের সিনাই গুলি লাগে | যারা আহত হয়েছেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য |ভোলা সদর হসপিটাল ভর্তি করা হয়েছে |

আরো জানা যায় যে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে | শাহিন, জসিম এবং রফিক মারা ছেলে  | আরো ৪ জন কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হসপিটালে পাঠানো হয় |

বরিশালে নেওয়ার পথে | সেখানে ১ জন মারা যান | তার নাম হলো জাকির বরিশাল নেওয়ার পথে মারা যান

ধন্যবাদ সবাইকে


1 comment:

  1. পুলিশ শালার পুত করে পিঠে মাইরালা

    ReplyDelete

Powered by Blogger.