থালায় শুধুমাত্র ছিলা-আছিলা আমড়া কিংবা লবন-মরিচ না; এখানে একথালা স্বপ্ন ছিলো। একটি পরিবারের একদিনের আহার ছিলো। ঈদের আগের রাতে হকার্স মার্কেট থেকে মেয়ের জন্যে লাল জামা আর ছেলের জন্যে কম দামের পাঞ্জাবি কেনার টাকা ছিলে। এই একথালা আমড়ায় হয়তো তার স্ত্রী অথবা মায়ের জন্যে ঔষদ কেনার টাকা ছিলো। পরের দিন আবার পালবাজার থেকে আমড়া কেনার মূল চালান ছিলো।
চাঁদপুর নৌ-টার্মিনালের লঞ্চঘাটে অবৈধভাবে থালা মাথায় আমড়া বিক্রির অপরাধে তাকে বড়জোড় কানধরে উঠবস করতেন. না হয়, একঘন্টা আটক রাখতেন। তাই বলে তার জীবন-জীবিকার একমাত্র অবলম্বনটা জলে ফেলে দিবেন??
চাঁদপুর লঞ্চঘাটে কতোগুলো অবৈধ স্থাপনা, হোটেল আর ব্যবসা প্রতিষ্ঠান আছে? নিশ্চই জানেন আপনি। পরবেন? ঠিক এইভাবে সেগুলো নদীতে ফেলে দিতে???
হে রাষ্ট্র, এই গরীব মানুষগুলো আপনার কাছে যদি এএতোটাই বোঝা হয়ে থাকে, তবে তাদেরকে ধরে ধরে নদীতে ফেলে দিও।
এগুলা বালোনা পুলিস কাজ
ReplyDeleteNa to
ReplyDelete